জয়পুরহাট উত্তরবঙ্গের একটি ছোট জেলা হলেও জেলার পাঁচটি উপজেলা থেকে প্রতিদিন চলাচল করে অসংখ্য ভটভটি, নসিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশা, যাদের চলাচলের কোন রোড পারমিট নেই। ভটভটি ও নসিমনের নির্দিষ্ট সংখ্যা অফিসিয়ালি না থাকলেও স্থানীয় ভটভটি মালিক সূত্রে জানা যায়...
জয়পুরহাট-ক্ষেতলাল-পাকারমাথা মহাসড়কের সাথে সংযুক্ত তিনটি এবং কালাই-শালাইপুর-হিলি রোডে দু’টি, এই পাঁচটি মধ্যে চারটি বেইলিব্রিজ অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ।সুরু ও জোড়াতালি দেয়া এইসব বেইলিব্রিজ দিয়ে চলছে প্রতিদিন শত শত ভারি যানবাহন। বিশেষ করে জয়পুরহাট-ক্ষেতলাল-পাকারমাথা সড়কের বেইলিব্রিজ ৩টি খুব জরাজীর্ণ ও জোড়াতালি...